ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

সোমবার থেকে অনূর্ধ্ব-১৪ মহিলা চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মে ১৭, ২০১৫
সোমবার থেকে অনূর্ধ্ব-১৪ মহিলা চ্যাম্পিয়নশিপ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: সোমবার (১৮ মে) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ উপলক্ষে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের মহিলা ফুটবল উইংয়ের ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, মহিলা উইংয়ের কর্মকর্তা আয়শা জামান খুকি ও লাইজুল করিম কস্তুরি।

মাহফুজা আক্তার কিরন জানান, '১৮ মে থেকে দেশব্যাপী ছয়টি ভেন্যুতে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের প্রথম পর্ব। এটি নক আউট পর্ব। এতে ৩৩টি দল অংশ নিচ্ছে। প্রথম পর্বের ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন ৬ দল আর সেরা ১ রানার্স আপ ও দ্বিতীয় পর্বের স্বাগতিক ভেন্যুর দলসহ মোট ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ২য় পর্ব। '

তিনি আরও বলেন, ‘জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) এর আগে ২০ হাজার ডলার অনুদান দিত। এবার তা বেড়ে ৩০ হাজার ডলার হয়েছে। যদি তাদের শর্তগুলো মেনে টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারি তাহলে এই অনুদানের ধারাবাহিকতা বজায় থাকবে।

উল্লেখ্য, আগেও অনুদান পেলেও টুর্নামেন্ট নিয়মিত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে ২০১২ সালে অনুদান বন্ধ করে দেয় জেএফএ। সম্প্রতি জেএফএ ও বাফুফের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কারণে ফের অনুদান পেলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ১৭ মে, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।