ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

প্রতিশোধের ম্যাচে নামবে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, মে ১৭, ২০১৫
প্রতিশোধের ম্যাচে নামবে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের প্রতিশোধ আর চলতি মৌসুমের ট্রেবল জয়ের লক্ষ্যে স্প্যানিশ লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। লিওনেন মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারদের নিয়ে গড়া বিশ্বসেরা আক্রমণভাগের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ।



রোববার অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

প্রতিশোধ বলা হচ্ছে কারণ, গত মৌসুমে ক্যাম্প ন্যুতে কাতালানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপা নিজেদের করে নেয় অ্যাতলেতিকো। আর ট্রেবল জয় বলার কারণ হলো, লা লিগার শীর্ষে থাকা বার্সা আজকের ম্যাচে জিতলে স্প্যানিশ লিগের শিরোপা নিজেদের করে রাখতে পারবে। তখন বাকি থাকবে ফাইনালে উঠা কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

অ্যাতলেতিকোর ঘরের মাঠে আতিথ্য নিয়ে স্বাগতিকদের হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতবে মেসি-নেইমাররা। ৩৬ ম্যাচ শেষে লুইস এনরিকের দলের অর্জিত পয়েন্ট ৯০। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে অর্জন করেছে ৮৬ পয়েন্ট।

আজকের ম্যাচের পর দুই দলেরই বাকি থাকবে একটি করে ম্যাচ। সেক্ষেত্রে বার্সা যদি আজকের ম্যাচে জিতে যায় কোনো সম্ভাবনা থাকছে না দুইয়ে থাকা রিয়ালের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো গত মৌসুমে ১৮ বছর পর লা লিগার শিরোপা জিতেছিল। সেবার বার্সার ঘরের মাঠে ড্র করে শিরোপা জয়ের উৎসব করেছিল অ্যাতলেতিকো। আর এবার অ্যাতলেতিকোর ঘরের মাঠে জিততে পারলে বার্সার প্রতিশোধটা বেশ ভালোই হবে।

বার্সার তিন দানব মেসি, সুয়ারেজ ও নেইমার রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবে, ইনজুরির কারণে লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজের মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে। এ তিন তারকা কাতালানদের হয়ে চলতি মৌসুমে গোল করেছেন একশ’র উপরে।

বার্সার বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচে অ্যাতলেতিকো জয় পেয়েছে একটি ম্যাচে। আর কাতালানরা জয় তুলে নেয় তিনটি ম্যাচে। বাকি ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ১৭ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।