ঢাকা: লা লিগার ম্যাচে কঠিন সমীকরণ নিয়ে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১১টায় স্তেদিও কর্নেলা-এল পার্টে এসপিওনালের মুখোমুখি হবে কার্লোস আনচেলত্তির শিষ্যরা।
বর্তমানে লিগের শীর্ষে থাকা বার্সার থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। দু’দলেরই ম্যাচ বাকি আছে মাত্র দুটি। আর সান্থিয়াগো বার্নাব্যুর দলটির এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়াটা অলৌকিক কিছু ঘটার উপর নির্ভর করছে। কারণ যদি কাতালানরা নিজেদের পরবর্তী দুটি ম্যাচ হারে আর রিয়াল দুটি ম্যাচে জয় পায় তাহলেই সম্ভব।
এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৯০। আর সমান ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৮৬।
লুইস এনরিকের শিষ্যরা আজ রাতে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যেখানে জিতলেই দলটি এক ম্যাচ বাকি থাকতে শিরোপা উদযাপন করবে। আর লিগের শেষ ম্যাচ খেলবে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে।
এই পর্যায়ে রিয়ালকে অবশ্যই ঈশ্বরের উপাসনা করতে হবে। কারণ এ মৌসুমে লিগে মাত্র চারবার হারা বার্সা নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই জয় তুলে নিয়েছে। ড্র করেছে একটি ম্যাচে। তাই ফুটবল বিশেষজ্ঞদের মতে বার্সাকে থামানো অসম্ভব।
এদিকে লিগ টেবিলের নয় নম্বরে থাকা এসপিওনালের বিপক্ষে মাঠে নামলেও সম্প্রতিক বাজে ফর্মের কারণে ব্যাকফুটে থেকেই ম্যাচ শুরু করবে রিয়াল। কারণ সর্বশেষ তিন ম্যাচে দলটি কোন জয়ের দেখা পায়নি। তুরিনে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের কাছে ২-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১-১ গোলে ড্র। আর মাঝে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র।
এ ম্যাচে কাঁধের ইনজুরির কারণে বাদ পড়তে পারেন দলের সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। তার বদলি হিসেবে প্রথম একাদশে রাফায়েল ভারানের সঙ্গে মাঠে নামতে পারেন পেপে। আর লুকা মদ্রিচ ও সামি খেদিরা না থাকায় টনি ক্রুস ও ইসকো মাঠে নামবেন। সেই সঙ্গে ম্যাচের প্রথম থেকেই থাকতে পারেন জুভিদের বিপক্ষে দুই লেগে বাজে ফর্মে থাকা গ্যারেথ বেল।
রিয়াল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ জয়ের পাশাপাশি দুটি ড্র ও একটি ম্যাচে হেরেছে। অন্যদিকে শেষ ১০ ম্যাচে মাত্র একটিতে হারা (বার্সার বিপক্ষে) এসপিওনাল এ ম্যাচে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠে নামবে। তবে দু’দলের সর্বশেষ পাঁচবারের সাক্ষাতে অবশ্য সবক’টিতে জিতে রিয়ালই এগিয়ে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এমএমএস