ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

মার্সেল রেফ্রিজারেটর প্রথম বিভাগ কাবাডি লিগ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, মে ১৭, ২০১৫
মার্সেল রেফ্রিজারেটর প্রথম বিভাগ কাবাডি লিগ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘মার্সেল রেফ্রিজারেটর ১৮তম প্রথম বিভাগ কাবাডি লিগ-২০১৫’ রোববার  শুরু হয়েছে। প্রতিযোগিতা ২৪মে পর্যন্ত চলবে।



এদিন সকালে পল্টন জাতীয় কাবাডি স্টেডিয়ামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

লিগে পৃষ্ঠপোষকতা দিচ্ছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। সার্বিক ব্যবস্থাপনায় আছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

লিগ কমিটির চেয়ারম্যান রতন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

উদ্বোধনী খেলায় ফারুক স্মৃতি সংসদ ৫৮-৩২ পয়েন্টে সিংনা সংঘকে পরাজিত করে লিগের শুভ সূচনা করে।

প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিচ্ছে। এগুলো হচ্ছে- ফারুক স্মৃতি সংসদ, অর্বাচীন ক্রীড়াচক্র, ম্যানসিটি ক্লাব, সিংনা সংঘ, মানিকনগর উন্নয়ন সমিতি, স্বর্ণালী সংসদ, ইনস্টিটিউট অব কাবাডি, মৌলভী সুরজ্জামাল স্মৃতি সংসদ, সাত রওজা নবীন সংঘ, স্টার স্পোর্টস, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংঘ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।