ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

জয়রথ চলছেই বেঙ্গল ব্লুজদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, মে ১৭, ২০১৫
জয়রথ চলছেই বেঙ্গল ব্লুজদের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জমে উঠেছে চলমান মান্যবর প্রিমিয়ার লিগ। শনিবার (১৬ মে) দুর্দান্ত এক জয়ের ফলে মোহামেডান পঞ্চম থেকে উঠে আসে দ্বিতীয় স্থানে।

কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানে আবারো দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল। রোববার (১৭ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। দলের হয়ে গোল করেন মিঠুন চোধুরী ও বোজান পেট্রিক।

ম্যাচের শুরুতেই সুবর্ণ সুযোগ মিস করে রাসেল। ফ্রি-কিক থেকে ডি-বক্সে বল পেয়ে যান রাসেলের নাইজেরিয়ান ফুটবলার কিংসলে চিগুজি। কিন্তু তিনি বলটি বাইরে মারেন। এর দুই মিনিট পর বাঁ প্রান্ত থেকে রাসেলের ডিফেন্ডার ওয়ালির পাসে বল পেয়ে বক্সে ঢুকে শট নেন হেমন্ত ভিনসেন্ট। কিন্তু তার শট আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক সোহাগ হোসেন।

আর ৬ মিনিটে বক্সের দুই গজ দূর থেকে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন বেঙ্গল ব্লুজদের অধিনায়ক মিঠুন চৌধুরী। কিন্তু গোলবারের অতন্দ্র প্রহরী সহজেই বলটি লুফে নেয়।

তবে ২০ মিনিটে ঠিকই এগিয়ে যায় রাসেল। ডান প্রান্ত থেকে তপুর ক্রসে চলতি বলে পা লালিয়ে চট্টগ্রাম আবাহনীর জাল কাঁপিয়ে দেয় মিঠুন (১-০)।

আর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দ্রাগান দুকানভিচের শিষ্যরা। ওয়ালির ফ্রি-কিক বক্সে পেয়ে পল এমিল শট নিলে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে জোড়ালো শটে বসনিয়ার ডিফেন্ডার বোজান পেট্রিক গোল করেন (২-০)। এগিয়ে থেকেই বিরতিতে যায় রাসেল।

দ্বিতীয়ার্ধে শুরুতেই রাসেলের একটি দলবদ্ধ আক্রমণ রুখে দেয় আবাহনীর রক্ষণভাগ। এরপর খানিকটা রক্ষণাত্বক ভাবেই খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী।

নির্ধারিত সময় পর্যন্ত আর কোন গোল না হওয়ার ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।    

এ জয়ের ফলে ৯ ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ১৯ পয়েন্ট, অবস্থান ২। সমান সংখ্যক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৫, অবস্থান ৯ম।      

উল্লেখ্য, সোমবার ও মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। বুধবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা আবাহনী ও মোহামেডান। আর দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ রহমতগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৭ মে, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।