ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

বেরারডির হ্যাটট্রিকে এসি মিলানের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, মে ১৭, ২০১৫
বেরারডির হ্যাটট্রিকে এসি মিলানের হার

ঢাকা: ইতালিয়ান উঠতি তারকা ডোমিনিকো বেরারডির হ্যাটট্রিকে সিরি আ’র ম্যাচে এসি মিলানের বিপক্ষে জয় পেয়েছে সাসৌলো। এসি মিলানকে ৩-২ গোলে হারিয়েছে সাসৌলো।



ম্যাচের ১৩ মিনিটেই গোল করে এগিয়ে যায় সাসৌলো। জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার বেরারডি দলকে লিড পাইয়ে দেন। এরপর ম্যাচের ৩১ ও ৭৭ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ২০ বছর বয়সী ইতালির এ উঠতি তারকা।

খেলার ৩৩ মিনিটে দুই গোল পিছিয়ে থাকা এসি মিলানের গিয়াকোমো বোনাভেনচুরার গোলে ব্যবধান কমে। মিলানের বাকি গোলটি আসে ম্যাচের ৫১তম মিনিটে। দলের দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্স।

২-২ এ সমতায় থাকা ম্যাচটির ৫৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান এসি মিলানের প্রথম গোলদাতা বোনাভেনচুরা। এছাড়া ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে লাল কার্ড দেখেন মিলানের সুসো।

খেলার ৭৭ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন হ্যাটট্রিক হিরো বেরারডি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।