ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

ব্রাজিলের কোচ হতে চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, মে ১৭, ২০১৫
ব্রাজিলের কোচ হতে চান গার্দিওলা পেপ গার্দিওলা

ঢাকা: পেপ গার্দিওলার অধীনে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখলেও চ্যাম্পিয়নস লিগে দুই মৌসুমেই ব্যর্থ হয়েছে বায়ার্ন মিউনিখ। এ সুযোগে সমালোচকরাও উঠে পড়ে লেগেছে।

এই স্প্যানিশ কোচের পরবর্তী ঠিকানা কোথায় হবে তা সময়েই বলে দেবে। তবে, বার্সেলোনার সাবেক কোচের লক্ষ্যটা শুনলে চোখ কপালে উঠতে পারে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব পেলে নাকি তিনি নির্দ্বিধায় রাজি হবেন।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোষ ও ইতালিয়ান ক্লাব রোমার সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সার্জিও এমনটিই নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্নের কথাটা গার্দিওলা নিজেই তাকে বলেছিলেন।

এর আগে ২০১২ সালে মানো মেনেজেসকে ব্রাজিলের কোচের পদ থেকে অপসারণ করলে গার্দিওলা সেলেকাওদের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রেসিডেন্ট জো মারিয়া বিদেশী কোচ নিয়োগের প্রস্তাব নাকচ করে দেন।

এ বছরের শুরুতে বায়ার্নে গার্দিওলার সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন জুলিও। ইএসপিএন’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গার্দিওলা আমাকে বলেছিলেন, ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়াটা তার জন্য স্বপ্নময়। সিবিএফ’র পক্ষ থেকে প্রস্তাব পেলে কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই তা সাদরে গ্রহণ করবেন। ’

ব্রাজিলিয়ান গোলরক্ষক আরও বলেন, ‘২০১৪ বিশ্বকাপেই ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন গার্দিওলা। তিনি কোচ থাকলে নেইমাররা চ্যাম্পিয়ন হতো বলেও আমাকে নিশ্চিত করেন। ’

আগামী মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হবে। ৪৪ বয়সী এই কোচের স্বপ্নের বাস্তবায়ন ঘটবে কিনা তা সিবিএফ’র সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। কারণ, ব্রাজিলের ফুটবল ইতিহাসে কোনো বিদেশী কোচকে নিয়োগ দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘন্টা, মে ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।