ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

তোরের জোড়া গোলে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, মে ১৭, ২০১৫
তোরের জোড়া গোলে ম্যানসিটির জয়

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা আরো সুসংহত করলো ম্যানচেস্টার সিটি। আইভরিকোস্টের তারকা মিডফিল্ডার ইয়া ইয়া তোরের জোড়া গোলের সুবাদে সোয়ানসি সিটিকে ৪-২ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।



সোয়ানসির লিবার্টি স্টেডিয়ামে খেলা শুরুর ২১ মিনিটে লিড নেয় ম্যানসিটি। স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার বাড়ানো বল জালে জড়ান তোরে। পনের মিনিট পর সিটিজেনদের হয়ে দ্বিতীয় গোল করেন জেমস মিলনার। কাউন্টার অ্যাটাকে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর কাছ থেকে বল পেয়ে মৌসুমে নিজের অষ্টম গোল আদায় করে নেন এই ইংলিশ মিডফিল্ডার।

প্রথমার্ধের এক মিনিট আগে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আইরিশ মিডফিল্ডার গিলফি সিগারসন। ৬৪ মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার বেফতিম্বি গোমিসের গোলে সমতায় ফেরে সোয়ানসি। ১০ মিনিট পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহোর অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূরণ করেন তোরে। সেই সঙ্গে ৩-২ গোলে এগিয়ে ‍যায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

শেষদিকে ৮২ ও ৮৪ মিনিটে অসাধারণ দু’টি সেভ করেন ম্যানসিটির ইংলিশ গোলরক্ষক জো হার্ট।

ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় উইলফ্রেড বনির গোলে স্বাগতিকদের ড্র করার সম্ভাবনাটা ভেস্তে যায়। রেফারি শেষ বাঁশি বাজালে আগুয়েরো-সিলভারা প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘন্টা, মে ১৭, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।