ঢাকা: হাঙ্গেরিয়ান-ফ্রেঞ্চ জুটির কাছে রোম মাস্টার্সের ফাইনালে হেরে গেলেন ইন্দো-সুইস জুটি। সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি হেরেছেন টিমিয়া ব্যাবুস-ক্রিস্টিনা ম্লাদেনোভিচের কাছে।
রোববার এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ের পর সানিয়া-হিঙ্গিস জুটিকে হারিয়েছেন ব্যাবুস-ক্রিস্টিনা জুটি। ফাইনালের লড়াইয়ে ৬-৪,৬-৩ সেটে জয় পান তারা।
বিশ্বের মহিলা ইভেন্টের এক নম্বর জুটি সানিয়া আর হিঙ্গিস চলতি মৌসুমে মোট চারবার মেয়েদের ডাবলসের ফাইনালে উঠেন। ইন্দো-সুইস এ জুটি আগের তিনবারই চ্যাম্পিয়ন হয়েছিলেন। রোম মাস্টার্সের ফাইনালে উঠার আগে তারা জুটি বেধে ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ওপেন এবং চার্লসটন কাপ জিতেছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এমআর