ঢাকা: স্প্যানিশ লিগের ম্যাচে জটিল সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এসপানিওলের ঘরের মাঠে আতিথ্য নেওয়া রিয়াল ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
পর্তুগিজ সুপার স্টারের হ্যাটট্রিকে রিয়াল জিতলেও টুর্নামেন্টের শিরোপা অধরা থেকে গেল এ মৌসুমে। অ্যাতলেতিকোর বিপক্ষে বার্সেলোনা ১-০ গোলে জয় পাওয়ায় কোনো সমীকরণই কাজে লাগলো না রিয়ালের। চলতি আসরের এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিজেদের করে নেয় কাতালানরা। আর সমান ম্যাচ খেলে দুই নম্বর স্থানটি নিয়ে সন্তুষ্ট থাকতে হল কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে আগেই ছিটকে পড়া রিয়ালকে।
এসপানিওলের ঘরের মাঠে শুরুর একাদশে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মাঠে নামান নাভাস, কারভাজাল, পেপে, রাফায়েল ভারানে, মার্সেলো, ইসকো, টনি ক্রুস, জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমাকে।
২০০৯ সালের পর এসপানিওলের মাঠে রোনালদো কোনো গোল পান নি। তাই ম্যাচের শুরু থেকেই এ মাঠের খরা কাটাতে খেলতে থাকেন রোনালদো।
পূর্ণ শক্তির দল নিয়েও ম্যাচের প্রথমার্ধে রিয়াল তারকারা স্বাগতিকদের ডিফেন্স চিড়ে কোনো গোল আদায় করতে পারেন নি। ফলে, গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় রোনালদো-বেল-বেনজেমা-রদ্রিগেজরা।
বিরতির পর স্বাগতিক এসপানিওলের বিপক্ষে গোল পেতে মাঠে নামে রিয়াল। তবে, ২০০৭ সালের পর এসপানিওলের বিপক্ষে কোনো ম্যাচে হারেনি রিয়াল। সেই সুখসৃত্মিকে সঙ্গে নিয়ে আর আগের ১৪ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে খেলে চলে রোনালদোরা।
ম্যাচের ৫৯তম মিনিটে গোল করে দলকে প্রথমবারের মতো লিড পাইয়ে দেন রোনালদো। ফরাসি তারকা বেনজেমার অ্যাসিস্টে গোলটি করেন ব্যালন ডি অর জয়ী এ তারকা। তবে, ৭৩ মিনিটের মাথায় সমতায় ফেরে স্বাগতিক এসপানিওল। সার্জিও গার্সিয়ার অ্যাসিস্ট থেকে স্তুয়ানির গোলে ১-১ এ সমতা আসে ম্যাচে।
সমতায় ফেরার ৬ মিনিট পর আবারো রিয়াল লিড নেয়। ব্রাজিল তারকা মার্সেলোকে দিয়ে গোল করান রোনালদো। আর ৮৩ মিনিটের মাথায় নিজেই গোল করেন পর্তুগিজ অধিনায়ক। দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেই ক্ষান্ত হননি রোনালদো। নিজের রুদ্রমূর্তি দেখাতে খেলার অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। জেমস রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোলটি করেন তিনি।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আসরের একটি ম্যাচ বাকি থাকলেও রিয়ালের অর্জন ৮৯ পয়েন্ট আর শিরোপা জিতে নেওয়া বার্সেলোনার সমান ম্যাচে অর্জিত পয়েন্ট ৯৩।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এমআর