ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

আত্মঘাতী গোলে জয়বঞ্চিত ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৩, মে ১৮, ২০১৫
আত্মঘাতী গোলে জয়বঞ্চিত ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে থেকেও শেষদিকে ডিফেন্ডার টাইলার ব্লাকেটের আত্মঘাতী গোলে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।



এ ম্যাচে ম্যানইউর হয়ে নিয়মিত গোলরক্ষক ডেভিড ডি গিয়ার বদলি খেলোয়াড় হিসেবে প্রথম মাঠে নামেন সাবেক বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেস।

ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে ম্যানইউ। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে আক্রমণ শানায় আর্সেনাল। ত্রিশ মিনিটের মাথায় স্বাগতিকদের অপেক্ষার অবসান ঘটে। বাম প্রান্ত থেকে অ্যাশলি ইয়াংয়ের ক্রসে ডান পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার আন্দের হেরেরা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মাতা-ফ্যালকাওরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় গানাররা। কিন্তু, গোলের দেখা পাচ্ছিল না ওজিল-সানচেজরা। ৭৩ মিনিটে আর্জেন্টান ডিফেন্ডার মার্কোস রোহোর বদলি হিসেবে নামেন ব্লাকেট।

মাঠে নামার ৯ মিনিটের মাথায় গ্যালারিতে থাকা সমর্থকদের হতাশ করেন এই ইংলিশ ডিফেন্ডার। গোলপোস্টের ডান প্রান্ত থেকে থিও ওয়ালকট শট নিলে ব্লাকেটের পায়ে লেগে বল জালে জড়ায়। আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে ৩৭ ম্যাচ শেষে ২০ জয়, ৯ ড্র ও ৮ পরাজয়ে ৬৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৭১ পয়েন্টে তিনে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সংগ্রহ ৭৬ পয়েন্ট। আগেই শিরোপা নিশ্চিত করা চেলসি ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘন্টা, মে ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।