ঢাকা: গত ১৪ মে জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো স্টেফানোর পাশে নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার (১৭ মে) লা লিগায় এসপানিওলের বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন এই পর্তুগিজ তারকা।
রিয়ালের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩১০ গোল করেছেন রোনালদো। ম্যাচ খেলেছেন ২৯৯টি। অন্যদিকে, ৩৯৬ ম্যাচে ৩০৭ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন স্টেফানো। ৩২৩ গোল করা রাউল গঞ্জালেস সবার শীর্ষে। অবশ্য এই স্প্যানিশ স্ট্রাইকার ৭৪১টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েন।
লা লিগায় এ মৌসুমে রোনালদোর সর্বোচ্চ গোলদাতা হওয়াটা এখন অনেকটাই নিশ্চিত। ৪৫ গোল করা এই পর্তুগিজ তারকাকে ছুঁতে হলে মৌসুমের শেষ ম্যাচে বার্সার হয়ে লিওনেল মেসিকে চার গোল করতে হবে। হ্যাটট্রিকের দিক থেকেও পিছিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। রোনালদোর করা ৭টি হ্যাটট্রিকের বিপরীতে মেসি করেছেন ৫টি।
অবশ্য গোলে সহায়তা বা অ্যাসিস্টের ক্ষেত্রে এগিয়ে মেসি। সতীর্থদের দিয়ে তিনি ১৮টি গোল করিয়েছেন। অন্যদিকে, রোনালদোর পাস থেকে বেল-বেনজেমারা ১৬টি গোল করেন।
উল্লেখ্য, গত বছর ৮৮ বছর বয়সে পরলোক গমন করেন স্টেফানো। রিয়ালের হয়ে তিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ১১ মৌসুমে ৮টি লা লিগাসহ টানা পাঁচবার ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন। এই প্রয়াত স্ট্রাইকার খেলোয়াড়ি জীবনে আর্জেন্টিনা ছাড়াও স্পেন ও কলম্বিয়ার জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘন্টা, মে ১৮, ২০১৫
আরএম