ঢাকা: একরকম ফাইনালের আমেজ নিয়ে অ্যাতলেতিকোর ঘরের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে খেলতে নেমেছিলেন মেসি-নেইমাররা। আর্জেন্টাইন তারকার গোলে স্বাগতিকদের হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপাটি নিজেদের করে নেয় বার্সেলোনা।
পুরো ম্যাচে দারুণ খেলে কোটি ভক্ত-সমর্থকদের মন জয় করে নিয়েছেন মেসি। তবে, ম্যাচের আগে আর্জেন্টাইন তারকার একটি ঘটনায় হতাশ মেসি ভক্তরা।
ভিসেন্তে দেল কালদেরনে যখন মেসিরা পৌঁছেন তখন রেলিংয়ের বাইরে দাঁড়ানো এক বৃদ্ধ বার্সার তারকাদের অটোগ্রাফ নিচ্ছিলেন। তিনি ব্রাজিল অধিনায়কের দিকে হাতে থাকা কাগজ-কলম এগিয়ে দিলে সেখানে অটোগ্রাফ দেন নেইমার। তার পরেই ছিলেন মেসি। বৃদ্ধটি মেসির দিকে কাগজ-কলম এগিয়ে দিলে আর্জেন্টাইন অধিনায়ক এক ঝলক দেখে এগিয়ে যান। কোনো অটোগ্রাফ দেন নি তিনি।
এরপর আরও কয়েকজন মেসির জার্সি (১০ নম্বর বার্সার জার্সি) পড়ে তার কাছে অটোগ্রাফ চাইলেও কেউ কেউ তা পান নি।
এ ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে যায়। ফলে, সমালোচনার ঝড় উঠে মেসির এমন অহংকারী মনোভাব নিয়ে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এমআর