ঢাকা: ব্রাজিল জাতীয় ফুটবল দলে কে খেলবেন আর কে খেলবেন না তার সিদ্ধান্ত নেয় দলটির স্পন্সর প্রতিষ্ঠান! দল নির্বাচনে কোচ, অধিনায়ক কিংবা ম্যানেজমেন্ট কমিটির কোনো হাত থাকে না। এমন সাংঘাতিক তথ্য ফাঁস করে দিয়েছে সাও পাওলোর স্থানীয় একটি জনপ্রিয় দৈনিক সংবাদমাধ্যম।
এস্তাদো দেস পাওলো নামের সংবাদমাধ্যমটি এ গুমর ফাঁস করে জানায়, এ বিষয়ে সকল তথ্য প্রমাণ তাদের রয়েছে।
তারা আরও জানায়, স্পন্সর প্রতিষ্ঠান তাদের চুক্তি অনুযায়ী ব্রাজিল জাতীয় দলের অর্থ, স্বাস্থ্য, ব্যাংকিং, পরিবহন, উৎপাদন খাত এবং অন্যান্য কার্যাবলী সম্পাদন করে থাকে। তবে, এর বাইরে প্রতিষ্ঠানটি তাদের চাহিদা আর বাণিজ্যিক উদ্দেশ্যকে মূল হিসেবে ধরে জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করে দেয়।
ব্রাজিল জাতীয় দলের জন্য ২০০৬ সালে স্পন্সর এজেন্ট ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টের (আইএসই) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে চুক্তির কাগজ-পত্রে লেখা ছিল দলে যে খেলোয়াড়েরা খেলবেন, তাদের অবশ্যই বাণিজ্যিক দিক দিয়ে ‘লাভজনক’ হতে হবে।
সে চুক্তিতে পরিস্কার করে বুঝিয়ে দেওয়া হয় দলের কোচ, টিম ম্যানেজমেন্ট কিংবা অধিনায়ক চাইলেও স্পন্সর প্রতিষ্ঠানের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী খেলোয়াড়দের খেলাতে পারবে ব্রাজিল ফুটবলের জাতীয় দল।
এস্তাদো দেস পাওলো নামের সংবাদমাধ্যমটি জানায়, চুক্তিটির একেবারে শেষ পর্তুগিজ ভাষায় লেখা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই চুক্তির সব বিষয় সম্পূর্ণ গোপনীয় এবং দুই পক্ষের কেউই এই চুক্তির কোনো বিষয় নিয়ে তৃতীয় কোনো পক্ষের সঙ্গে কথা বলতে পারবে না। ’
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এমআর