ঢাকা: ফুটবল খেলা বিশ্বব্যাপীই জনপ্রিয়। এক কথায় জনপ্রিয়তার শীর্ষে।
একদল অ্যাথলেট তুষারে আচ্ছন্ন পাহাড়ে তেমনটিই করে দেখান। দুই দলে ভাগ হয়ে তারা স্কিইং ফুটবলে মেতে উঠেন। যা পরে ইউটিউবের মাধ্যমে হাজার হাজার ফুটবলপ্রেমীরা উপভোগ করেন। অসম্ভব সুন্দর ভিডিওটি না দেখে থাকলে আপসোস করবেন।
স্নো-বোর্ড দিয়ে দ্রুততার সঙ্গে যে ফুটবল খেলা যায় সেটিই তুলে ধরা হয়েছে। এদিকে আগামী শীতকালীন অলিম্পিকে এই খেলাটি অন্তর্ভুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এমনটি ঘটলে ফুটবলের এই ফরমেটটিও যে জনপ্রিয়তার তুঙ্গে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, মে ১৮, ২০১৫
আরএম