ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

বরফের ওপর স্কিইং ফুটবল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মে ১৮, ২০১৫
বরফের ওপর স্কিইং ফুটবল (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল খেলা বিশ্বব্যাপীই জনপ্রিয়। এক কথায় জনপ্রিয়তার শীর্ষে।

অন্যদিকে, ঘাসের মাঠ ছাপিয়ে বিচ ফুটবলও সবার নজর  কেড়েছে। তবে, বরফের ওপর স্নো-বোর্ড বা স্কিইং বোর্ড দিয়ে ফুটবল খেলা হলে কেমন হয়? যাকে বলা যায় স্কিইং ফুটবল।

একদল অ্যাথলেট তুষারে আচ্ছন্ন পাহাড়ে তেমনটিই করে দেখান। দুই দলে ভাগ হয়ে তারা স্কিইং ফুটবলে মেতে উঠেন। যা পরে ইউটিউবের মাধ্যমে হাজার হাজার ফুটবলপ্রেমীরা উপভোগ করেন। অসম্ভব সুন্দর ভিডিওটি না দেখে থাকলে আপসোস করবেন।

স্নো-বোর্ড দিয়ে দ্রুততার সঙ্গে যে ফুটবল খেলা যায় সেটিই ‍তুলে ধরা হয়েছে। এদিকে আগামী শীতকালীন অলিম্পিকে এই খেলাটি অন্তর্ভুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এমনটি ঘটলে ফুটবলের এই ফরমেটটিও যে জনপ্রিয়তার তুঙ্গে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে ‍না।



বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, মে ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।