ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

আইস হকিতে রুশ প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, মে ১৮, ২০১৫
আইস হকিতে রুশ প্রেসিডেন্ট

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবারে দেখা গেল আইস হকি খেলোয়াড় হিসেবে। একটি প্রীতি ম্যাচে একাই আট গোল করে নিজের দলকে জিতিয়েছেন রুশ এ প্রেসিডেন্ট।



এর আগে পুতিনকে বিভিন্ন খেলায় অংশ নিতে দেখা যায়। তিনি কখনো অ্যাথলেট হিসেবে খেলেছেন আবার কখনো জুডো খেলোয়াড় হিসেবে রাশিয়ানদের নজর কেড়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ম্যাচে ৬২ বছর বয়সী পুতিন অংশ নেন। সে ম্যাচে তার দল ১৮-৬ গোলের জয় পায়।

২০১৪ সালে অনুষ্ঠিত উইন্টার অলিম্পিকের শহর সোচিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের তিনি অটোগ্রাফ দেন।

হকিতে বেশ কিছুদিন ধরে অনুশীলন করলেও এর আগে রুশ প্রেসিডেন্ট সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।