ঢাকা: ইয়ং বয়েজের বিপক্ষে গোলশুন্য ড্র করে রেকর্ড টানা ষষ্ঠবারের মত সুইস সুপার লিগ শিরোপা জিতলো বাসেল। সেন্ট জাকোব-পার্কে এদিন লিগের তিন ম্যাচ বাকি থাকতে ১১ পয়েন্ট ব্যবধান রেখেই শিরোপা নিশ্চিত করলো ক্লাবটি।
ফুটবল বিশ্বে এর আগে কোন ক্লাবই টানা ষষ্ঠবার ঘরোয়া শিরোপা জিততে পারেনি। আর আগের কোচ মুরাত ইয়াকিনের দল ত্যাগের পরও এ সফলতা ধরে রেখেছেন বর্তমান কোচ পাউলো সোউসা।
পর্তুগিজ কোচ পাউলো বলেন, ‘আমি আমার ছেলেদের নিয়ে গর্ব করি। কারণ আমি তাদের কাছে যা চেয়েছি তারা তাই দিয়েছে। দলটি চ্যাম্পিয়ন হবার যোগ্য। ’
সর্বশেষ ১২ মৌসুমে নবমবারের মতো শিরোপা জেতা দলটির অধিনায়ক মার্কো স্ট্রেলার বলেন, এটি একটি অসাধারণ দিন। আমরা শিরোপা জিততে পেরে দারুণ খুশি। পাউলো আমাদের শিরোপা পাইয়ে দেওয়ার জন্য পরিশ্রম করেছেন। তিনি বিশ্বমানের সেরা একজন কোচ।
এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খেলা বাসেলের সামনে ডাবল জেতার সম্ভাবনা রয়েছে। আগামী ০৭ জুন সুইস কাপ ফাইনালে সিওনের মুখোমুখি হবে দলটি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১৮ মে, ২০১৫
এমএমএস