ঢাকা: এক ম্যাচ হাতে রেখে চলতি স্প্যানিশ লা লিগার শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। অ্যাতলেতিকোর ঘরের মাঠে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একমাত্র গোলে জয় পায় কাতালানরা।
অ্যাতলেতিকোর তারকা ফুটবলার ফার্নান্দো তোরেস ম্যাচ শেষে মেসি প্রসঙ্গে বলেন, আমরা যখনই ম্যাচে ঘুরে দাঁড়াতে চেয়েছি, তখনই মেসি আমাদের পেছনে ঠেলে দিয়েছে। এক সেকেন্ডের মধ্যে সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বার্সা গোলের জন্য অপেক্ষা করছিল, কারণ তারা জানতো ম্যাচে দলের সেরা অস্ত্র মেসি রয়েছে। আর আমরাও মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই নি।
তবে, দলের পারফর্মে খুশি তোরেস বলেন, আমি দলের এমন পারফর্মে আনন্দিত। সেট-পিসে আমরা ভালো সুযোগ তৈরি করতে পেরেছি। সুযোগ গুলো কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতো।
অ্যাতলেতিকোকে হারিয়ে মেসিদের একটি প্রতিশোধও নেয়া হয়। গত মৌসুমে ক্যাম্প ন্যুতে নিজেদের মাঠে শিরোপা হাতছাড়া করে বার্সা। সেবার তাদের প্রতিপক্ষ ছিল এই অ্যাতলেতিকো। ১-১ গোলে ড্র করে শিরোপা জিতেছিল তারা। তাই গতবারের চ্যাম্পিয়নদের এবার তাদেরই মাঠে হারিয়ে গতবারের প্রতিশোধ বেশ ভালো করেই নিয়েছে কাতালানরা।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এমআর