সিলেট: সিলেটে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আন্তঃরিজিয়ন জুডো প্রতিযোগিতা- ২০১৫।
সোমবার (১৮ মে) সিলেট সেক্টরের সদর দফতর মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মো. জামাল মাহমুদ সিদ্দিক পিএসসি।
বিজিবি সরাইল রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এবং সিলেট সেক্টরের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
বিজিবি’র যশোর, রংপুর, সরাইল ও চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ সেক্টর ও ব্যাটালিয়ন সমূহের বাছাইকৃত খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।

২০ মে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্ত ঘোষণা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ৪১ বিজিবি’র অধিনায়ক পরিচালক শাহ আলম চৌধুরী, পিবিজিএম সহ সিলেট সেক্টরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানিয়ে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষা কর্তব্য পালনসহ ভিন্নধর্মী দায়িত্বে নিয়োজিত রয়েছে।
আন্তঃরিজিয়ন জুডো প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টির পাশাপাশি ভ্রাতৃত্ববোধ সূদৃঢ় ও মনোবল চাঙ্গা হবে বলেও তাতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এএএন/বিএস