ঢাকা: গতবার লা লিগা শিরোপা জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। তবে ঘরোয়া দ্বিতীয় শিরোপা কোপা দেল রে ও রেকর্ড দশমবারের মত চ্যাম্পিয়সন লিগ জিতে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
গতবারের মত এ মৌসুমেও দুর্দান্ত ভাবে শুরু করেছিল কার্লোস আনচেলত্তির শিষ্যরা। ফর্মে ছিলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলরা। তবে মৌসুমের মাঝে এসেই খেই হারিয়ে ফেলে দলটি। একে একে নিস্তেজ হয়ে পড়ে ক্লাবের রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত।

কোপা দেল রে’তে শেষ ষোলোর ম্যাচে রিয়াল মুখোমখি হয় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তবে প্রথম লেগে ২-০ গোলে হারা ইকার ক্যাসিয়াসরা দ্বিতীয় লেগের ম্যাচে ২-২ গোলে ড্র করে অ্যাগ্রিগেটে ৪-২ ব্যবধানের হেরে আসর থেকে বাদ পড়ে। এ টুর্নামেন্টে আগামী ৩০ মে আসরের ফাইনালে অ্যাতলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।
এদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোন রকম জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল। তবে ইউরোপ সেরার শেষ চারের দুই লেগে মিলিয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে অ্যাগ্রিগেটের ভিত্তিতে ৩-২ ব্যবধানে হেরে ১১তম শিরোপা থেকেও বঞ্চিত হয় সান্থিয়াগো বার্নাব্যুর দল। এ টুর্নামেন্টে আগামী ০৬ জুন বার্লিন ফাইনালে জুভিদের মুখোমুখি হবে লিওনেল মেসিরা।

দুটি বড় শিরোপা হাতছাড়া হবার পর রিয়ালের সামনে একমাত্র সুযোগ হিসেবে ছিল লা লিগা। তবে শেষ দিকে এসে ম্যাচে হার ও ড্র দলটিকে শীর্ষে থাকা বার্সা থেকে চার পয়েন্ট ব্যবধান গড়ে দেয়। আর সর্বশেষ রোববার (১৭ মে) লস ব্লাঙ্গসরা রোনালদোর হ্যাটট্রিকে এসপিওনালের বিপক্ষে ৪-১ গোলে জিতলেও ভিসেন্তে কালদেরনে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ১১ বছরে সপ্তমবারের মত শিরোপা উদযাপন করে বার্সা।
তাই এবারের মৌসুমে খালি হাতে থাকতে হলো বিশ্বের সবচেয়ে দামী এ ক্লাবটিকে। আর দলের এমন বাজে পারফরম্যান্সের পর বিভিন্ন সংবাদমাধ্যমে কোচ আনচেলত্তির অপসারণের খবরও পাওয়া যাচ্ছে। পাশাপাশি ক্লাব ছাড়তে হতে পারে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে আসা গ্যারেথ বেলেকে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এমএমএস