ঢাকা: বিশ্বসেরা ফুটবলারদের উঠতি বয়সী ফুটবলারা অনুকরণ করবে এটাই তো স্বাভাবিক। নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্সের একাডেমির এক খুদে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর আদলে গোল উদযাপন করে রীতিমত তাক লাগিয়ে দেয়।
ট্রেডমার্ক শট নিয়ে তারকা খেলোয়াড়দের গোল করার জুরি নেই। তেমনি করে গোল উদযাপনে প্রত্যেকেরই একটা আলাদা স্টাইল রয়েছে। আয়াক্সের খুদে ফুটবলার গোল করার পর হুবুহু রোনালদোর মতো করেই গোল উদযাপন করে। এ সময় অপর এক সতীর্থ তার সঙ্গে একইভাবে তাল মেলায়।
প্রতিভাবান ফুটবলার গড়ার ক্ষেত্রে ডাচ ফুটবল ক্লাব আয়াক্সের যুব একাডেমী বিশ্বব্যাপীই বেশ পরিচিত ও জনপ্রিয়। অতীতে অনেক তারকা ফুটবলারের উত্থানটা এখান থেকেই হয়।
সত্তরের দশকে পুরো ইউরোপ রাজত্ব করে আয়াক্স। ১৯৭০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ডাচ জায়ান্টরা টানা তিন মৌসুমে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলে। কিন্তু, সময়ের পরিবর্তনে তাদের আগের সেই শক্তিমত্তা এখন আর নেই। তবুও, ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে বিশ্বসেরা ক্লাবের তালিকায় আয়াক্সের নাম থাকবেই।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, মে ১৯, ২০১৫
আরএম