ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় নেপালে। বাংলাদেশের বালিকারা ভারত, ইরান ও ভূটানের মতো দলকে পিছনে ফেলে উঠে যায় ফাইনালে।
ভূমিকম্পের আঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। এমনকি ফাইনালের ম্যাচের ভেন্যু ঐতিহ্যবাহী দশরথ স্টেডিয়ামের একটি অংশে ভেঙে পরে। এ কারণে ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়। ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক নেপাল ও বাংলাদেশের।
এরপর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। মঙ্গলবার বাফুফের মহিলা ফুটবল উইংয়ের ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানালেন, 'স্থগিত ওই ফাইনাল ম্যাচটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা আছে। এ ব্যাপারে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোন আপত্তি নেই। তবে কবে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেটি এখনও নির্ধারিত হয়নি। '
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ১৯ মে ২০১৫
ইয়া/এমআর