ঢাকা: আগামী ১১ জুন কিরগিজিস্তান এবং ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ঐ ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে নিতে সিঙ্গাপুর ও আফগানিস্তান জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে সিঙ্গাপুর এবং আফগানিস্তান জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৯ মে) দুটি ম্যাচকেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেক্ষেত্রে ম্যাচ দুটি হবে টায়ার-১ এর ম্যাচ।
সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ৩০ মে, আর আফগানিস্তানের বিরুদ্ধে ২ জুন মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বিকেল ৪টায়।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ১৯ মে ২০১৫
ইয়া/এমআর