ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো। এর আগের মৌসুমে এই অ্যাওয়ার্ড জিতেছিলেন এ মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া লুইস সুয়ারেজ।
লিভারপুলের ইসিএইচও অ্যারেনাতে জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ও সাপোর্টারদের ভোটে দুই বিভাগেই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন কুতিনহো। তিনি মৌসুমের সেরা গোলের পুরস্কারও জিতে নেন।
গত মাসে ঘোষিত পিএফএ বর্ষসেরা দলে স্থান করে নেন কুতিনহো। এছাড়াও ২২ বছর বয়সী এই মিডফিল্ডার পিএফএ বর্ষসেরা তরুণ ফুটবলারের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন। এ মৌসুমে অল রেডসদের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৮টি গোল করলেও মাঝমাঠে তিনি বেশ আলো ছড়িয়েছেন।
অন্যদিকে, ক্লাবের হয়ে অসামাণ্য কৃতিত্বের জন্য স্টিভেন জেরার্ডকে পুরস্কৃত করা হয়। রোববার (১৭ মে) ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে সর্বশেষ ম্যাচে মাঠে নামেন এই কিংবদন্তি ফুটবলার। এ মৌসুম শেষেই আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সিতে পাড়ি জমাবেন জেরার্ড।
বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেছেন ইংলিশ তারকা রাহিম স্টার্লিং। লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন না করায় ২০ বছর বয়সী এই স্ট্রাইকারের ক্লাব ছাড়ার জোর গুঞ্জন চলছে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘন্টা, মে ২০, ২০১৫
আরএম