ঢাকা: প্রত্যেক খেলাতেই সেরা হওয়ার দৌড়ে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়। বর্তমানে ফুটবলে যেমন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য, ঠিক তেমনি টেনিসের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের হতাশায় ডোবান রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।
বিশ্বের সেরা ফুটবলার মেসি নাকি রোনালদো এই বিতর্কের যেন শেষ নেই। সর্বশেষ দুই বছরই ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড ‘ব্যালন ডি’অর’ জিতে নেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো। অন্যদিকে, বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক ২০০৯ সাল থেকে টানা চারবার মর্যাদাপূর্ণ এই ট্রফি নিজের করে নেন। তাই দু’জনের কাউকেই খাটো করে দেখার উপায় নেই।
অবশ্য, রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখছেন কাসানো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুটবল ইতিহাসে মেসিই সেরা। অনেকেই বিশ্বকাপ জেতার কারণে দিয়েগো ম্যারাডোনাকে এগিয়ে রাখছেন। কিন্তু, তখনকার সময়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু, চ্যালেঞ্জিং ফুটবলের যুগে মেসির বিকল্প কেউ নেই। তাকে সেরা মেনেই আমার ছোট ছেলের নাম রেখেছি লিওনেল। ’
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘মেসি ও রোনালদো দু’জনই বিশ্বমানের ফুটবলার। দু’জনের খেলার ধরণ এক নয়। আমরা যদি তাদেরকে টেনিসের সঙ্গে তুলনা করি তাহলে রোনালদো অনেকটা নাদালের মতো। আর মেসি ফেদেরারের মতোই শ্রেষ্ঠ। ’
বাংলাদেশ সময়: ১২১৩ ঘন্টা, মে ২০, ২০১৫
আরএম/