ঢাকা: এ মৌসুম শেষেই হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন ডেভিড ডি গিয়া। তার আগে বাজিমাত করলেন এই স্প্যানিশ গোলরক্ষক।
গোলরক্ষক হিসেবে পুরো মৌসুম জুড়েই অসাধারণ পারফরম্যান্স করেছেন ডি গিয়া। তারপরও ওল্ড ট্রাফোর্ডে তার ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ, বার্সেলোনার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেস ম্যানইউতে যোগ দেয়ায় তার ম্যানইউতে থাকার সম্ভাবনা নেই বললেই। স্প্যানিশ জায়ান্ট রিয়ালে ইকার ক্যাসিয়াসের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তার নামটাই বেশি শোনা যাচ্ছে।
খেলোয়াড় ও সাপোর্টারদের ভোটে দুই বিভাগেই বর্ষসেরার খেতাব জেতেন ডি গিয়া। প্রায় সাতশ অতিথির সামনে অবশ্য ক্লাব ছাড়ার বিষয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। অ্যাওয়ার্ড হাতে নিয়ে তিনি বলেন, ‘সকল সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। সবার সহযোগিতায় চমৎকার একটি মৌসুম পার করেছি। সকলের প্রতি আমার ভালবাসা রইলো। ’
অন্যদিকে, বর্ষসেরার তালিকায় থাকা স্প্যানিশ মিডফিল্ডার মাতা সেরা গোলের অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি উল্লেখ করেন, ‘পরের মৌসুমে আমরা প্রত্যেকটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। ’
বাংলাদেশ সময়: ১৩১১ ঘন্টা, মে ২০, ২০১৫
আরএম/