ঢাকা: গত ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে কামড় দেয়ায় ফিফা কতৃক ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন লুইস সয়ারেজ। তবে প্রায় সাত মাস পরে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আবারো দেখা হচ্ছে এ দুই ফুটবলাররের।
এদিকে বার্লিনে ইউরোপ সেরার লড়াইয়ে বার্সেলোনা ও জুভেন্টাসের ফাইনাল ম্যাচটিতে কাতালান স্ট্রাইকার সুয়ারেজের প্রতি বিশেষ কোন নজর রাখবেন না বলে জানিয়েছেন জুভি তারকা চিলেল্লিনি।
চিয়েল্লিনি ফাইনাল ম্যাচটিতে সুয়ারেজকে হুমকি মানেন না জানিয়ে আরো জানান, এ আসরের শেষ চারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে আমি যেভাবে সামলিয়েছি তেমনি সুয়ারেজকেও সামলাবো।
এক সাক্ষাতকারে চিলেল্লিনি বলেন, ‘আমরা যে সপ্তাহে রিয়ালকে হারিয়ে আসর থেকে বিদায় করেছিলাম, তখন সবাই আমাকে সুয়ারেজ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তবে আমি বলতে চাই তার সঙ্গে আমার কোন সমস্যা নেই। ’
তিনি আরো বলেন, ‘আমি রোনালদো, বেনজেমা ও বেলদের যেভাবে ম্যাচে মার্ক করেছিলাম ঠিক সেই ভাবে সুয়ারেজকেও করবো। এছাড়া আর কিছুই না। আসলে গত বিশ্বকাপের ব্যাপারটি আসলেই হতাশার ছিল। ’
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমএমএস