ঢাকা: আগামী ২৭ মে থেকে শুরু হচ্ছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্ট। চার দিনব্যাপী এ টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত আয়োজকরা।
এ উপলক্ষে বুধবার (২০ মে) কুর্মিটোলাস্থ বাংলাদেশ গলফ ফেডারেশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান, ফেডারেশনের জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির সদস্য মেজর মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা প্রস্তুত। ইতোমধ্যে বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা আসতে শুরু করেছেন। এজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভ্যর্থনা ডেস্ক খোলা হয়েছে। এছাড়া আগত বিদেশি খেলোয়াড়দের অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরো জানান, চার রাউন্ডে ১৮ হোলে মোট ৭১ পারে খেলা হবে। ২৪টি দেশের মোট ১৫০ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। এর মধ্যে ৩০ জন বাংলাদেশি গলফার রয়েছেন। এর আগে একটি প্রস্তুতিমূলক ‘প্রো অ্যাম’ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এশিয়ান ট্যুরে অংশ নেওয়া ২৫ জন প্রফেশনাল ও ৭৫ জন অ্যামেচার গলফার।
উল্লেখযোগ্য হলো, আসরে ১০ জন হাই প্রোফাইল গলফার অংশ নিচ্ছেন। যারা একবার হলেও এশিয়ান ট্যুরের শিরোপা জয়ী।
এ আসরের উইনার ৩ লাখ ডলার প্রাইজমানির ১৮ শতাংশ পাবেন। একইভাবে টুর্নামেন্টের ৬৫ জনকে এ প্রাইজমানি ভাগ করে দেওয়া হবে।

৩৩ জন এশিয়ান ট্যুর অফিসিয়াল আসরটি পরিচালনা করবেন। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ৪ জন। এছাড়া টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করার জন্য ৪৭৬ জনের এক বিশাল টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়েছে। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া টুর্নামেন্ট নিয়ে এক ঘণ্টার প্রতিবেদন প্রচারিত হবে ‘টেন গলফ’-এ।
আগামী ২৭ থেকে ৩০ মে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হবে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্ট প্রতিযোগিতা। এর আগে গত ৭ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ গলফ ফেডারেশনের মধ্যে ৩ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর হয়।
গত ৪ মে রাজধানীর জোয়ার সাহারা এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ২০ ২০১৫
ইয়া/এমএমএস/জেডএস