ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

নিউইয়র্ক মাদাম তুসোতে মেসির মূর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, মে ২০, ২০১৫
নিউইয়র্ক মাদাম তুসোতে মেসির মূর্তি লিওনেল মেসির মোমের মূর্তি

ঢাকা: নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত মাদাম তুসোর যাদুঘরে স্থান পেয়েছে বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসির মোমের মূর্তি। সর্বশেষ কোন তারকা খেলোয়াড় হিসেবে এ যাদুঘরে স্থান পায় মেসির মূতিটি।



২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার একটি ম্যাচের সময়কার মেসির পজিশন নিয়ে মূর্তিটি তৈরী করা হয়। যেখানে দেখা যায় বল নিয়ে দৌড়াচ্ছেন আলবেসেলিস্তা অধিনায়ক।

মেসির এই মূর্তিটি বানাতে প্রায় চার মাস সময় লেগেছে। যেখানে তার ছবি ও ভিডিও দেখে নিপুন ভাবে মূর্তিটি তৈরী করা হয়েছে।

নিউইয়র্কের এই যাদুঘরটিতে খেলোয়াড়দের জন্য একটি আলাদা জায়গা আছে যা ‘স্পোর্টস জোন’ হিসেবে পরিচিত। এর আগে এই জোনটিতে নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীর মূর্তি বানানো হয়েছিল।

মেসির মূর্তি এর আগে আমস্টারডাম, বেইজিং, টোকিও ও উহানে মাদাম তুসোরের অন্য শাখাগুলোতেও তৈরী করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।