ঢাকা: স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ‘এ কে এম শামসুজ্জোহা স্মৃতি জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’ আগামী ২২-২৩ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
প্রতিযোগিতার সমাপনী দিনে সন্ধ্যায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন। এ উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শামসুজ্জোহা ফাউন্ডেশনের কর্ণধার ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির ও শামসুজ্জোহা ফাউন্ডেশনের পরিচালক অয়ন ওসমান।
সম্মেলনে জানানো হয় বছরের সবগুলো এ্যাথলেটিক্স আসরেই বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনকে পৃষ্ঠপোষকতা দেবে একেএম শামসুজ্জোহা ফাউন্ডেশন।
প্রতিযোগিতায় বালক-বালিকা, কিশোর-কিশোরী এই চার বিভাগে ১৯ ইভেন্ট থাকছে। দেশের ৬৪ জেলার প্রায় ৫ শতাধিক ক্ষুদে এ্যাথলেট অংশ নেবে। প্রতিযোগিতার বাজেট প্রায় ১০ লাখ টাকা। এর মধ্যে শামসুজ্জোহা ফাউন্ডেশন দিচ্ছে ৫ লাখ টাকা। সংবাদ সম্মেলনে এ্যাথলেটদের জন্য স্টেডিয়াম ও একাডেমি নির্মাণের ঘোষণা দেন শামীম ওসমান।
একাডেমি হতে পারে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে প্রায় ২৭ বিঘা সরকারি জমির ওপর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে হতে পারে স্টেডিয়াম ও একাডেমির নাম।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
ইয়া/ এমএমএস