ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

বধিরদের নিয়ে দাবা টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, মে ২০, ২০১৫
বধিরদের নিয়ে দাবা টুর্নামেন্ট

ঢাকা: বৃহস্পতিবার থেকে ছয় দিনব্যাপী দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হবে ‘বধির দাবা চ্যাম্পিয়নশিপ। ’

স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিচ্ছে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বধির দাবাড়ুরা।

দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বধির ক্রীড়া ফেডারেশন।

তবে আন্তর্জাতিক আসর হলেও এখানে এগিয়ে আসেনি কোন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। নিজেদের কয়েকজনের টাকা এবং স্যুভেনিয়রে বিজ্ঞাপনের আয় দিয়েই প্রায় পাঁচ লাখ টাকা বাজেট করেছেন তারা। বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রায় ২০ জন দাবাড়ু এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২০, ২০১৫
ইয়া/ এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।