জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
বুধবার সকাল ১০টার সময় পাঁচবিবি ষ্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র নূর হোসেন নূর।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফ হোসেন, অধ্যাপক (অবঃ) পরিতোষ কুমার, প্রধান শিক্ষক জাকির হোসন সমাজ সেবক মনছুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমএমএস