ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লীগে বুধবার (২০ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল। রাসেলের হয়ে গোল করেন জাহিদ হাসান এমিলি।
ম্যাচের প্রথম থেকেই ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জকে চেপে ধরে ‘অল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল। পুরে ম্যাচে একাধিক আক্রমণে যায় রাসেল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে দলটির অপেক্ষা করতে হয় ইনজুরি টাইম পর্যন্ত। ম্যাচের দু’টি গোলই হয় ইনজুরি টাইমে।
৩২ মিনিটে রহমতগঞ্জের ডিফেন্ডার জাহাঙ্গীর আলম নিজেদের বক্সে রাসেলের ফরোয়ার্ড পল এমিলকে ফেলে দেন। এতে পেনাল্টির নির্দেশ দেন রেফারি মিজানুর রহমান। রাসেলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন রহমতগঞ্জের গোলরক্ষক আল আমিন।
অন্যদিকে প্রথমার্ধের শেষ সময়ে রাসেলের একটি সংঘবদ্ধ আক্রমণ রুঁখে দেয় রহমতগঞ্জের রক্ষণভাগ। তাই গোল শূণ্যভাবেই বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধজুড়ে আক্রমণাত্মক খেলার মেজাজ বজায় রেখেই খেলতে থাকে রাসেল। তবে ৬৫ মিনিটে আবারো গোলের সহজ সুযোগ মিস করে অল ব্লুজরা। এ সময় রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি রহমতগঞ্জের গোলরক্ষকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।
তবে ইনজুরি টাইমে ডি বক্সের মধ্যে রাসেলের পল এমলিকে আবারো বাজে ভাবে ফেলে দেয় রহমতগঞ্জের ডিফেন্ডার সাইদুর রহমান। ফলে আবারো পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে এবার কোনো ভুল না করে পেনাল্টি থেকে রহমতগঞ্জের জাল কাঁপিয়ে দেন জাহিদ হাসান এমিলি। এতে ১-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল।
তবে তখনও ম্যাচের অনেক নাটক বাকি, তা কেউই বুঝতে পারেন নি। পরের মিনিটেই ডি বক্সের মধ্যে জটলা থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান রহমতগঞ্জের ফরোয়ার্ড মান্নাফ রাব্বি (১-১)। এরপর ওয়ালী ফয়সালের একটি ফ্রি-কিক থেকে গোলের সমূহ সম্ভবনা থাকলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি শেখ রাসেল। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।
এ ড্রয়ের ফলে ১০ ম্যাচে রাসেলের সংগ্রহ ২০ পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে পড়ার কারণে সমান পয়েন্ট নিয়ে ৩য় অবস্থানেই থাকলো রাসেল। আর ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থান ৭ম।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মে ২০, ২০১৫
ইয়া/জেডএস