ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

জুভেন্টাসের ঘরে কোপা ইতালিয়ার শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, মে ২১, ২০১৫
জুভেন্টাসের ঘরে কোপা ইতালিয়ার শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি সময়ে আলেস‍ান্দ্রো মাত্রির গোলে লাজিওকে ২-১ ব্যবধানে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতলো জুভেন্টাস। শেষ তিন ফাইনালে হারা মাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা এদিন স্তেদিও অলিম্পিকোতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয়।



জুভিদের রেকর্ড সর্বোচ্চ ১০তম শিরোপা জয়ে অবশ্য দারুণ ভূমিকা রাখেন ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনি। খেলার চতুর্থ মিনিটেই লাজিওর হয়ে লিড নেন দলটির অধিনায়ক স্টেফান রাডু। তবে ম্যাচের ১১ মিনিটেই প্যাট্রিক এভরার অ্যাসিস্ট থেকে অসাধারণ এক ভল্যির মাধ্যে সিরিআ চ্যাম্পিয়নসদের হয়ে সমতা আনেন চিয়েল্লিনি।

পরে ১-১ গোলের সমতা নিয়েই বিরিতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে দু’দল আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে। তবে খেলার নির্ধারিত সময় (৯০ মিনিট) পর্যন্ত আর কোন গোল না হলে রেফারি অতিরিক্ত আরো ৩০ মিনিট যোগ করেন।

আর অতিরিক্ত সময়ের সাত মিনিটেই স্বাগতিক শিবিরকে হতাশ করে জয় সূচক গোলটি করেন মাত্রি। ৯৭ মিনিটের গোলটি প্রায় একক দক্ষতায় লাজিওর জালে প্রবেশ করান এ ইতালিয়ান স্ট্রাইকার। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২০ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তোলে জুভেন্টাস। সর্বশেষ ১৯৯৫ সালে এ আসরের শিরোপা জিতেছিল দলটি।

এদিকে এ শিরোপা জয়ের ফলে এ মৌসুমে ট্রেবল জয়ের আশা টিকিয়ে রাখলো জুভেন্টাস। আগামী ০৬ জুন বার্লিনে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জিতলেই ঐতিহাসিক ট্রেবল জিতবে ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।