ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

আর্সেনালকে জিততে দেয়নি সান্ডারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, মে ২১, ২০১৫
আর্সেনালকে জিততে দেয়নি সান্ডারল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শেষ দিকে এসে ড্রয়ের বৃত্তেই রইল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুর্বল সান্ডারল্যান্ডের বিপক্ষে গোলশুন্য ড্র করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

তবে এ ড্রয়ের পরও লিগ টেবিলের তৃতীয়স্থান ধরে রেখেছে গানারর‍া।

এদিন খেলার প্রথমার্ধ আর্সেনাল আধিপত্য বিস্তার করে খেললেও কোন গোলের দেখা পায়নি। বিশেষ করে মেসুত ওজিল ও অলিভার জিরুদ দারুণ দুটি সুযোগ নষ্ট না করলে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা।

পরে খেলার দ্বিতীয়ার্ধে ওজিলের পাসে ইনজুরির কারণে নভেম্বরের পরে নিজের প্রথম ম্যাচ খেলা জ্যাক উইলসেয়ার আরো একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

খেলার বাকি সময় আরো কয়েকটি আক্রমণ হলেও শেষ পর্যন্ত কোন গোল না হওয়ায় ড্র নিযেই মাঠ ছাড়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।