ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

নিষেধাজ্ঞা কমল ফেব্রিগাসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, মে ২১, ২০১৫
নিষেধাজ্ঞা কমল ফেব্রিগাসের ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টব্রমের বিপক্ষে চেলসির ৩-০ গোলে হারের ম্যাচে, খেলার ২৯ মিনিটে রেফারি কর্তৃক সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেস ফেব্রিগাস। ওয়েস্টব্রম ফুটবলার ক্রিস ব্রান্টের মুখে বল দিয়ে আঘাত করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান চেলসির এ স্প্যানিশ তারকা।



ফেব্রিগাসের নিষেধাজ্ঞা চেলসির হয়ে এ মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ও পরবর্তী মৌসুমের প্রথম দুটি ম্যাচে বহাল ছিল। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ফেব্রিগাসের অপরাধ বিবেচনা করে নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে এক ম্যাচে নামিয়ে আনে। তাই শুধুমাত্র এ মৌসুমের শেষ ম্যাচটিই সাবেক বার্সেলোনা তারকাকে মাঠের বাইরে থাকতে হবে।

চেলসির এক বিবৃতিতে জানানো হয়, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ফেব্রিগাসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে এখন তা কমিয়ে এক ম্যাচে আনা হয়েছে। সুতরাং সে এ মৌসুমের শেষ ম্যাচ খেলতে না পারলেও আগামী মৌসুম চেলসির হয়ে শুরু করতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।