ঢাকা: ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গ হ্যান্ডবল দল আসছে বাংলাদেশে। পুরুষ-মহিলা দুটি দলই পাঠাচ্ছে তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শোয়েব চৌধুরী, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব নূরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, '২৭ মে থেকে শুরু হতে যাওয়া এই প্রীতি ম্যাচে পশ্চিমবঙ্গ থেকে আগত পুরুষ হ্যান্ডবল দল লড়বে বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে। আর পশ্চিমবঙ্গ মহিলা হ্যান্ডবল দল বাংলাদেশ আনসার, বিজেএমসি ও চট্টগ্রাম জেলা মহিলা দলের বিপক্ষে ম্যাচে অংশ নেবে। '
পশ্চিমবঙ্গ থেকে আগত পুরুষ-মহিলা দল দুটি বাংলাদেশের বিভিন্ন দলের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে মোট আটটি প্রীতি ম্যাচে অংশ নেবে। এ উপলক্ষে ২৬ মে ঢাকায় পা রাখছে পশ্চিমবঙ্গের দল দুটি। দল দুটিতে আছেন ৭ জন অফিসিয়াল, ২৬ খেলোয়াড় ও ৭ কোচসহ মোট ৪০ জন।
এ প্রীতি ম্যাচ উপলক্ষে হ্যান্ডবল ফেডারেশনকে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে 'দি এশিয়ান এইজ' ও 'কিউট'। দর্শকরা খেলাগুলো বিনা টিকিটেই উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ২১ মে ২০১৫
ইয়া/এমআর