ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

ডি গিয়া’র ‘এবার না হলে কখনোই না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, মে ২১, ২০১৫
ডি গিয়া’র ‘এবার না হলে কখনোই না’

ঢাকা: চলতি মৌসুমের মাঝ থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গিয়াকে দলে ভেড়াতে তোড়জোড় চালায় রিয়াল মাদ্রিদ। আর সর্বশেষ ডি গিয়াকে ক্লাবে নিতে এক প্রকার চূড়ান্ত শর্ত জুড়ে দেয় লা গ্যালাকটিকোরা।

স্প্যানিশ জায়ান্টদের মতে এবার না হলে আর কখোনই নেয়া হবে না ডি গিয়াকে।

রিয়ালে ১৯৯৯ সাল থেকে সফলতার সঙ্গে গোলকিপারের দায়িত্ব পালন করে আসছেন ইকার ক্যাসিয়াস। তবে বাজে ফর্ম না হলেও ক্যাসিয়াস আর বেশি দিন সান্থিয়াগো বার্নাব্যুর হয়ে খেলতে পারছেন না এটা দলের সবাই জানে। তাই ভবিষ্যতের জন্য সেরা একজন গোলকিপার খুঁজছে দলটি।

এর আগে রিয়াল ডি গিয়াকে সতর্ক করে জানিয়েছিল, তারা এ মৌসুমে প্রথম পছন্দের একজন গোলকিপার খুঁজছে। আর সাবেক অ্যাতলেটিকো মাদ্রিদ তারকা যদি আগামী মৌসুমে দলে যোগ না দেয় তাহলে অন্য কাউকে বেছে নেবে বিশ্বের সবচেয়ে দামী ক্লাবটি।

রিয়ালের এ প্রস্তাবটি ঠিক গ্যারেথ বেলের সঙ্গে মিলে যায়। ২০১৩ সালে দলটি রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ ক্লাব টটেনহাম থেকে নিজেদের দলে ভেড়ায়।

এদিকে এ ব্যাপারে ম্যানইউ কোচ লুইস ফন গাল বলেছেন, ‘আমরা ইতোমধ্যে দলের জন্য বেশ কয়েকজন গোলরক্ষক পছন্দ করেছি। আর ডি গিয়ার রিয়ালে যাওয়ার বিষয়টি পুরোপুরি তার উপর নির্ভর করছে। ’

তিনি আরো বলেন, ‘সে বর্তমানে বিশ্বের সেরা একটি ক্লাবে খেলছে। আর নতুন করে অন্য একটি সেরা ক্লাবের প্রস্তাব পেয়েছে। তবে আমরা খুশি হব সে যদি ক্লাবে থাকে। অবশ্য সে একজন স্প্যানিশ আর তার বান্ধবীও সেই দেশের। তাই এ সিদ্ধান্তটি তার পক্ষে খুবই কঠিন হবে। ’

ডি গিয়া এবারের মৌসুমে ম্যানইউ’র সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সমর্থকদের ভোটেও সেরা হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।