ঢাকা: আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন চলতি মৌসুমের পর ইতালিয়ান জায়ান্ট দল নাপোলি থেকে অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবেন বলে জানিয়েছেন তার বাবা এবং এজেন্ট। হিগুয়েনকে কিনে নিতে বহু ক্লাব মুখিয়ে রয়েছে বলেও দাবি করেন আর্জেন্টাইন এ ফুটবলারের বাবা।
বাতাসে ভাসছে হিগুয়েনকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনাল। এছাড়া দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ এ আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে।
রিয়াল মাদ্রিদের হয়ে হিগুয়েন খেলেছেন ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত। এসময় স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি ২৬৪টি ম্যাচ খেলেন। রিয়ালের হয়ে ১২২ গোল করা হিগুয়েনের বাবা বলেন, ২০১৩ সালে আমার ছেলের সঙ্গে নাপোলি পাঁচ বছরের চুক্তি করে। দুই বছর প্রায় শেষ, এখনও চুক্তির বাকি তিন বছর। আমি মনে করি না সে অন্য কোথাও নাম লেখাবে।
তিনি আরও বলেন, ইংলিশ ও স্প্যানিশ অনেক ক্লাব থেকে হিগুয়েনকে প্রস্তাব করেছে। অনেক ক্লাব রয়েছে যারা আমার ছেলেকে দলে ভেড়াতে আগ্রহী।
মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ইতালিয়ান, ইংলিশ নাকি স্প্যানিশ দল, কোথায় চুক্তিবদ্ধ হবেন তা নিয়ে আগ্রহের শেষ নেই হিগুয়েন ভক্তদেরও। আর্জেন্টিনার হয়ে ৪৭ ম্যাচ খেলা এ তারকা দেশের জার্সি গায়ে গোল করেছেন ২৩টি।
হিগুয়েন রিয়ালের হয়ে তিনবার লা লিগা, দুইবার সুপারকোপা ডি এসপানা আর একবার কোপা দেল রে শিরোপা জিতেছেন। নাপোলির হয়েও একবার করে কোপা ইতালিয়া আর সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন। বর্তমান ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই পেয়ে যান সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের খেতাব।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২১ মে ২০১৫
এমআর