ঢাকা: স্প্যানিশ ফেভারিট দল অ্যাতলেতিকো মাদ্রিদের চলতি মৌসুমে ভাগ্যে জুটেনি কোনো শিরোপা। অথচ দিয়েগো সিমিওনের শিষ্যরা রিয়াল-বার্সেলোনাকে টপকে গত মৌসুমে জিতেছিল লা লিগার শিরোপা।
তবে, এবারের মৌসুমে দলটি কোনো মেজর শিরোপার স্বাদ না পেলেও উয়েফা ক্লাব ৠাংকিংয়ে নিজেদের ফুটবল ইতিহাসে পেয়েছে অভূতপূর্ব সাফল্য। গতবারের থেকে দুই ধাপ এগিয়ে ক্লাব ৠাংকিং ইতিহাসে সিমিওন শিষ্যরা পঞ্চম হয়েছে।
এ তালিকায় শীর্ষস্থানটি দখল করেছে স্প্যানিশ আরেক জায়ান্ট অ্যাতলেতিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির রিয়ালের ভাগ্যেও জুটেনি কোনো শিরোপা। ক্রিস্টিয়ানো রোনালদো, বেনজেমা, বেল আর রদ্রিগেজদের রিয়াল সর্বোচ্চ পয়েন্ট (১,৭১,৮৮৫ পয়েন্ট) নিয়ে শীর্ষে রয়েছে।
ট্রেবল জয়ের দুয়ারে থাকা বার্সেলোনা এ তালিকায় রয়েছে রিয়ালের পরের স্থানে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা পেয়েছে ১,৬২, ৮৮৫ পয়েন্ট। আর বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগে হেরে জাওয়া জার্মান জায়ান্ট পেপ গার্দিওলার শিষ্যরা রয়েছে তালিকার তিন নম্বরে।
চতুর্থ স্থানটি পেয়েছে ইংলিশ প্রিমিয়ারের দল চেলসি। হোসে মরিনহোর শিষ্যদের পরের জায়গাটি অ্যাতলেতিকোর হওয়ায় পর্তুগিজ জায়ান্ট বেনফিকা রয়েছে ছয়ে। সাতে শালকে, আটে পোর্তো, নয়ে আর্সেনাল আর দশে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অ্যাতলেতিকো গত মৌসুমে ছিল সপ্তম স্থানে। তার আগের মৌসুমে ১১তম স্থান নিয়ে শেষ করে দলটি। ২০১১/১২ মৌসুমে তাদের স্থান ছিল অষ্টম শীর্ষ দল হিসেবে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ২১ মে ২০১৫
এমআর