ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

জয় নিয়ে তিনে উঠল ব্রাদার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, মে ২১, ২০১৫
জয় নিয়ে তিনে উঠল ব্রাদার্স

ঢাকা: বৃহস্পতিবার চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে গোপীবাগের দলটির হয়ে জোড়া গোল করেন হাইতিয়ান অগাস্টিন ওয়ালসন।



এ জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে নাঈমুদ্দিনের শিষ্যরা। ব্রাদার্স ও রাসেল সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে একধাপ নিচে নেমেছে রাসেল।

ম্যাচের প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীর রক্ষণাত্বক নীতির কারণে গোল করতে ব্যর্থ হয় ব্রাদার্স। ফলে প্রথমার্ধ ছিলো গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে খানিকটা গুছিয়ে খেলতে শুরু করে ব্রাদার্স। ৬৪ মিনিটে ব্রাদার্সের নিশ্চিত গোল আটকে দেয় চট্টগ্রাম আবাহনী। এ সময় বল নিয়ে চট্টগ্রাম আবাহনীর বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন ব্রাদার্সের ক্যামেরুণের মিডফিল্ডার জার্মেইন কেনফাক। কিন্তু বক্সে দাঁড়ানো ডিফেন্ডাররা বলটি বিপদ মুক্ত করেন।

তবে এর পাঁচ মিনিট পর ঠিকই এগিয়ে যায় সৈয়দ নাঈমুদ্দিনের শিষ্যরা। ৬৯ মিনিটে বাঁপ্রান্ত থেকে হাইতিয়ান অগাস্টিন ওয়ালসনের ফ্রি-কিক চট্টগ্রাম আবাহনীর জাল কাঁপিয়ে দেয় (১-০)।

আর ৮৩ মিনিটের সময় আবারো ফ্রি-কিকে অসাধারণ এক গোল করেন ওয়ালসন। বক্সের বাঁপ্রান্ত থেকে দর্শনীয় শটে ব্যবধান দ্বিগুন করেন তিনি (২-০)।

আর ইনজুরি টাইমে আরেকটি সুযোগ মিস এই হাইতিয়ান ফুটবলারের। এ সময় পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডার সাইফুল ইসলাম খোকন বল সরিয়ে দিয়ে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেন ব্রাদার্সের হাইতিয়ান অগাস্টিন ওয়ালসনকে।

নির্ধারিত সময় শেষে রেফারি শেষ বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ২১ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।