ঢাকা: বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের আয়োজনে প্রথম সার্ক আন্তর্জাতিক বধির দাবা চ্যাম্পিয়নশিপের খেলা বৃহস্পতিবার (২১ মে) হতে দাবা কক্ষে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে, এম, শহিদউল্যা এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বধির ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গাজী কামরুল হাসান, বধির ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি আবদুল খালেক ফেরদৌস, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও যুগ্ম-সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।
এ ইভেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানের ও শ্রীলঙ্কার ১১জন খেলোয়াড় পুরুষ বিভাগে এবং বাংলাদেশ ও নেপালের ৪ জন খেলোয়াড় মহিলা বিভাগে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশের ওবায়দুল ইসলাম শাহিন, মোঃ আলী নেওয়াজ খান ও মোহাম্মদ আমিনুল ইসলাম, নেপালের সুরুজ কুমার শ্রেষ্ঠা ও শ্রীলঙ্কার উপল সানাতা দিশানায়ক জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। মহিলা বিভাগে বাংলাদেশের আলিফা আক্তার নূপুর ও সোনিয়া খাতুন জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন।
প্রথম রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে শাহিন পাকিস্তানের জাবেদ আসলামকে, নেওয়াজ জুয়েলকে, লিপন পাকিস্তানের সুলেইমানকে, সুরুজ ভারতের গুরপ্রিত সিংকে ও উপল নেপালের জাংবুকে পরাজিত করেন। মহিলা বিভাগে নূপুর স্বদেশের নাজমাকে এবং সোনিয়া নেপালের আনিসা শ্রেষ্ঠাকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২১ মে ২০১৫
এমআর