ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

পুলিশের হাতে ধরা পড়লেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, মে ২১, ২০১৫
পুলিশের হাতে ধরা পড়লেন বেনজেমা করিম বেনজেমা

ঢাকা: বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় পুলিশের জেরার মুখে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। তবে, এ ফরাসি ফুটবলারকে গ্রেফতার করা না হলেও গাড়িটি জব্দ করা হয়।

তার জন্য বড় অঙ্কের জরিমানা‌ই অপেক্ষা করছে। স্থানীয় আদালত কি রায় দেয় তার ওপরই সব কিছু নির্ভর করছে।

মাদ্রিদের বারাজাস এয়ারপোর্টের পাশের রাস্তায় বেনজেমার গাড়ি আটকায় স্প্যানিশ পুলিশ। এ সময় তিনি বৈধ লাইসেন্স বা কোনো ধরণের কাগজপত্র প্রদর্শন করতে পারেন নি। অবশ্য সঙ্গে থাকা বান্ধবী দাবি করেন, বৈধ লাইসেন্সটি বাসায় আছে। কিন্তু, উপস্থিত ক্ষেত্রে না থাকাটা বড় ধরণের অপরাধই বটে। বেনজেমাকে জেলে যেতে না হলেও জরিমানার সম্মুখীন হচ্ছেন যে তা নিশ্চিত।

এর আগে ২০১৩ সালের মার্চে দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে বেনজেমাকে ১৮ হাজার ইউরো জরিমানা গুনতে হয়। সেই সঙ্গে আঠার মাসের জন্য তার লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের বৈধ লাইসেন্স সম্বলিত একটি ছবি পোস্ট করেন বেনজেমা।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘন্টা, মে ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।