ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় কতবারই না স্টিভেন জেরার্ডের মুখোমুখি হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তুর্জাতিক পর্যায়ে পর্তুগালের জার্সি গায়েও তার বিপক্ষে খেলেছেন।
২৪ মে স্টোক সিটির বিপক্ষে অল রেডসদের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন জেরার্ড। তাই এ কিংবদন্তি মিডফিল্ডারের উদ্দেশ্যে একটি বিদায়ী বার্তা পাঠিয়েছেন রিয়াল তারকা রোনালদো।
লিভারপুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে জেরার্ড সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন রোনালদো। ‘হ্যালো, স্টিভ। শুধু এতোটুকুই বলতে চাই, ম্যানইউর হয়ে দীর্ঘ সময় তোমার বিপক্ষে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তুমি একজন চমৎকার খেলোয়াড়। তোমার জীবন ও ক্যারিয়ারের জন্য শুভকামনা রইলো। ’
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানইউর হয়ে ২৯২ ম্যাচ খেলেন রোনালদো। এরই সুবাদে তিনি বহুবার জেরার্ডের মুখোমুখি হয়েছেন। পরে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট রিয়ালে পাড়ি জমান।
অন্যদিকে, ক্যারিয়ারের পুরো সময়টাই লিভারপুলের হয়ে কাটান জেরার্ড। প্রথমে ১৯৮৭ সালে যুব একাডেমী। ১১ বছর পর মূল দলে জায়গা পেয়ে নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেন এ ইংলিশ ফুটবলার। ক্লাবের জার্সি গায়ে সাতশ’র অধিক ম্যাচে মাঠে নামেন। গোল করেন ১৮৩ টি।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘন্টা, মে ২২, ২০১৫
আরএম