ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

বহিষ্কৃত হচ্ছেন আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, মে ২২, ২০১৫
বহিষ্কৃত হচ্ছেন আনচেলত্তি!

ঢাকা: গত মৌসুমে কোচের দায়িত্ব নিয়েই রিয়াল মাদ্রিদকে সাফল্যের চূড়ায় নিয়ে যান কার্লো ‍আনচেলত্তি। লা লিগা ছাড়া সম্ভাব্য সব শিরোপাই ঘরে তোলে গ্যালাকটিকোরা।

কিন্তু, এ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের কোনো শিরোপাই এনে দিতে পারেন নি। এটিই তার জন্য কাল হয়ে দাঁড়াল। বাতাসে জোর গুঞ্জন, খুব শিগগিরই অন্য কেউ রিয়ালের দায়িত্ব নিচ্ছেন।

অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের রিয়াল ছাড়ার গুজবে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। রোনালদো তো ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দেখা করে তাকে নিয়ে ক্লাবের পরিকল্পনার কথা জানতে চেয়েছেন। আর অধিনায়ক ইকার ক্যাসিয়াসের বার্নাব্যু ছাড়াটা এখন সময়ের ব্যাপার। সব মিলিয়ে রিয়াল এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

রিয়ালের পক্ষ থেকে ‍আনচেলত্তিকে অব্যাহতি দেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও নতুন কোচের সন্ধানে রয়েছে বলে নিশ্চিত করেছে। এতেই তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগে। লস ব্লাঙ্কসদের সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলির কোচ রাফায়েল বেনিতেজ। এই স্প্যানিশ কোচ এর আগে লিভারপুল ও ইন্টার মিলানের মতো বিশ্বসেরা ক্লাবের দায়িত্বে ছিলেন।

খেলোয়াড়ি জীবনে রিয়ালের ‘বি’ দলের হয়ে দীর্ঘ সময় খেলেছিলেন বেনিতেজ। এখন রিয়ালের কাছ থেকে কোচ হওয়ার প্রস্তাব পেলে তা সাদোরে গ্রহণ করবেন বলে জানান তার এজেন্ট গার্সিয়া কুইলন। অপরদিকে আনচেলত্তির দ্বিতীয় মেয়াদে এসি মিলানের দায়িত্ব নেওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘন্টা, মে ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।