ঢাকা: এ মৌসুমে ইনজুরি যেন করিম বেনজেমার পিছু ছাড়ছে না। রিয়াল মাদ্রিদ তারকা ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন।
বৃহস্পতিবার (২১ মে) রিয়াল কোচ আনচেলত্তি নিজেই এর সত্যতা নিশ্চিত করেন। তিনি উল্লেখ করে, ‘বেনজেমার ডান পায়ের পেশীতে সমস্যা রয়েছে। ডাক্তারী পরীক্ষা শেষেই এ ব্যাপারে নিশ্চিত হয়েছি। ’
অবশ্য, বেনজেমা না খেললেও রিয়ালের কিছু যায় আসে না। কারণ, বার্সেলোনা এক ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা জিতে নেওয়ায় শেষ ম্যাচটি বেল-রোনালদোদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই মৌসুম শেষ করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এর আগে অ্যাঙ্কেল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন বেনজেমা। পরে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের ম্যাচে দলে ফেরেন। কিন্তু, ক’দিন না যেতেই এখন আবারও একই সমস্যায় পড়লেন।
উল্লেখ্য, শনিবার (২৩ মে) রাতে রিয়াল-গেটাফে ম্যাচের মধ্য দিয়ে লা লিগার এ মৌসুমের ইতি ঘটবে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘন্টা, মে ২২, ২০১৫
আরএম