ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, মে ২২, ২০১৫
মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ঢাকা: দুইবারের বিশ্বকাপ জয়ী বর্তমান রানার্সআপ আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লড়বে। বৃহস্পতিবার (২১ মে) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন সূচি প্রকাশিত হয়েছে।



ফিফার নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরের ৮ তারিখ টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৯ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আসন্ন কোপা আমেরিকার পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ম্যানইউয়ের অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যানসিটির সার্জিও আগুয়েরোদের মাঠে দেখা যাবে মেক্সিকোর বিপক্ষে। বিশ্বকাপের রানার্সআপদের বিপক্ষে মেক্সিকানদের হয়ে মাঠে দেখা যেতে পারে ভিয়ারিয়ালের জিওভানি দস সান্তোস, আন্দ্রেস গুয়ারদাদো, রিয়ালের হাভিয়ের হার্নান্দেজদের।

মেক্সিকো এবং আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১০ সালের ২৭ জুন। দ. আফ্রিকা বিশ্বকাপের শেষ ষোলোর সে ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টাইনরা। নিজেদের মধ্যে ২৮তম ম্যাচে নামার আগে জয়ের পাল্লা ভারী মেসিদের। ১২টি জয়ের পাশাপাশি আর্জেন্টিনা ড্র করেছে ১১টি ম্যাচে আর হেরেছে ৪টি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ২২ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।