ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

বাকৃবিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, মে ২৩, ২০১৫
বাকৃবিতে ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ জামাল হোসেন হলে ফুটবল টুর্নামেন্ট-২০১৫ শনিবার (২৩ মে) থেকে শুরু হয়েছে।

শনিবার সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাহাত টুর্নামেন্টটির উদ্বোধন ঘোষণা করেন।



টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে বলে জানায় আয়োজক কমিটি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো ‘অ্যাথলেটিকো ডি বাবলু’, ‘রোরিং সেভেন’, ‘কাউন্টার অ্যাটাক’, ‘স্পারটান’, ‘টাইফুন হান্টার’ ও ‘সপ্তর্ষি’।

টুর্নামেন্টে সর্বমোট ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী ৩ জুন এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ‘অ্যাথলেটিকো ডি বাবলু’ এবং ‘রোরিং সেভেন’। টুর্নামেন্টের প্রথম খেলায় ‘অ্যাথলেটিকো ডি বাবলু’ ১-০ গোলে ‘রোরিং সেভেন’ কে পরাজিত করে।

বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন রাশেদ।

বাংলাদেশ সময়ঃ ১৮২৭ ঘন্টা, মে ২৩, ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।