ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

দ্রুততম কিশোর-কিশোরী সাইফুল ও তামান্না

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, মে ২৩, ২০১৫
দ্রুততম কিশোর-কিশোরী সাইফুল ও তামান্না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভাষা সৈনিক ‘এ কে এম শামসুজ্জোহা স্মৃতি জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগীতার দ্রুততম কিশোর-কিশোরী হয়েছেন সাইফুল ইসমাইল সানি ও তামান্না আক্তার। শনিবার (২৩ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে অনুষ্ঠিত প্রতিযোগীতায় কিশোর-কিশোরী বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছেন বিকেএসপির এই দুই অ্যাথলেট।



১০০ মিটারের কিশোর বিভাগে সাইফুল ইসমাইল সানি গড়লেন নতুন রেকর্ড। ব্রাক্ষনবাড়িয়ার ছেলে সাইফুল ১০.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে গড়েছেন নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিলো বিকেএসপির প্রতিযোগী আরিফুলের। ২০১৩ সালে আরিফুল ১০.৮৫ সেকেন্ডে রেকর্ডটি গড়েন।

এবারের আসরে এখন পর্যন্ত তিনটি ইভেন্টে প্রথম হয়ে স্বর্ণ জিতে নিয়েছেন সাইফুল সানি। এরমধ্যে ১০০ এবং ২০০ মিটারে নতুন রেকর্ড গড়েছেন বিকেএসপির এই প্রতিযোগী। আর ৪০০ মিটারে প্রথম হলেও রেকর্ড গড়া হয়নি তার।

কিশোর পর্বে এ দেশ সেরার ইচ্ছা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করা। দেশের মাটিতে তার আদর্শ মেজবাহ। আর আন্তর্জাতিক অঙ্গনে তার আদর্শ উসাইন বোল্ট আর টাইসন গে।

ওদিকে দ্রুততম কিশোরী হয়েছেন বিকেএসপির তামান্না আক্তার। গত আসরেও তিনি দ্রুততম কিশোরী হয়েছিলেন। এবার তিনি ১৩.৩৬ সেকেন্ড সময় নিয়ে অতিক্রম করেছেন ট্র্যাক। দ্রুততম কিশোরী হবার পর তামান্না বলেন, ‘খুব ভালো লাগছে। ভবিষ্যতে সাফ গেমসে ১০০, ২০০ আর ৪০০ মিটারে ভালো করতে চাই। ’

সুনামগঞ্জের গর্ব তামান্না এবারের আসরে ৫টি ইভেন্টে অংশ নিয়ে সব ক’টিতেই স্বর্ণ জিতে নিয়েছেন। ইভেন্টগুলো হচ্ছে ১০০ মিটার, ২০০ মিটার,৪০০ মিটার হাই জাম্প এবং লং জাম্প।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৩ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।