ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

আন্তর্জাতিক বধির দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সোনিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মে ২৩, ২০১৫
আন্তর্জাতিক বধির দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সোনিয়া

ঢাকা: বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন আয়োজিত প্রথম সার্ক আন্তর্জাতিক বধির দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা বধির দাবা খেলোয়াড় সোনিয়া খাতুন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

সোনিয়া ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের আলিফা আক্তার (নূপুর) রানার-আপ হয়েছেন। এক পয়েন্ট নিয়ে বাংলাদেশের নাজনীন আক্তার (রিতা) তৃতীয় হন। নেপালের আনিসা শ্রেষ্ঠা চতুর্থ হয়েছেন।

মহিলা বিভাগে চারজন খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করেন।

অপরদিকে পুরুষ বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ওবায়দুল ইসলাম শাহিন ও মোহাম্মদ আমিনুল ইসলাম লিপন পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। দুই পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের মোঃ আলী নেওয়াজ সরকার ও জুয়েল মিয়া এবং নেপালের সুরুজ কুমার শ্রেষ্ঠা মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

শনিবার (২৩ মে) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত মহিলা বিভাগের শেষ রাউন্ডের খেলায় সোনিয়া আলিফাকে এবং নাজনীন নেপালের আনিসাকে পরাজিত করেন। পুরুষ বিভাগের তৃতীয় রাউন্ডের খেলায় শাহিন সুজুরকে, লিপন ভারতের গুরপ্রিত সিংকে, নেওয়াজ পাকিস্তানের সুলেইমানকে, জুয়েল শ্রীলঙ্কার উপল সান্থা দিশানায়েককে এবং পাকিস্তানের জাবেদ আসলাম কুরেইশি শ্রীলঙ্কার অসানকা লংকাদেবাকে পরাজিত করেন।

এদিকে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল (রেটিং-২৩৪৮) মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনোইস রাজ্যের হোয়েলিংয়ের ওয়েস্টিন শিকাগো নর্থ সোর হোটেলে অনুষ্ঠানরত ২৪তম এনুয়াল শিকাগো ওপেন দাবার দ্বিতীয় রাউন্ডের খেলায় বেলারুশের ২৫১৩ রেটিংপ্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার আন্দ্রে গোরোভেটসের সাথে ড্র করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।